ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অভিনব কৌশল রপ্তকারী কাশিপুরের কামরুজ্জামান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • / ২২২ বার পড়া হয়েছে

খেজুরগাছের ওপর খালি পায়ে হেঁটে হাজারো দর্শক মাতালেন
ওয়সিম রয়েল:
খেজুরগাছের ওপর খালি পায়ে হেঁটে হাজারো দর্শক মাতালেন কাশিপুরের কামরুজ্জামান নামের এক ব্যক্তি। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের জুমাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে এ কলাকৌশল দেখান তিনি। এ সময় গ্রামের শিশু, নারী-পুরুষ ও দর্শনা-হিজলগাড়ী সড়কের হাজার হাজার পথচারী তাঁর কলাকৌশল দেখার জন্য ভিড় জমান। উপভোগ করেন একটি বড় খেজুরগাছে কামরুজ্জামানের খালি পায়ে ওপরে ওঠা ও গাছের ওপরে মাঝপাতা ধরে চারপাশে ঘুরে বেড়ানো। এরপর গাছ থেকে নেমে এলে তাঁর পায়ে ও শরীরের কোনো স্থানে খেজুরের কাঁটা বিঁধেছে কিনা দেখতে ভিড় করে জনতা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তাঁর পায়ে ও শরীরের কোনো স্থানে একটি কাঁটাও ফোঁটেনি। এ ঘটনা দেখে স্থানীয়রা কেউ কেউ অভিমত ব্যক্ত করেন, কামরুজ্জামান জাদু জানেন।
এ বিষয়ে কামরুজ্জামান দৈনিক সময়ের সমীকরণ-কে জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে এ অবাস্তব কাজের প্র্যাকটিস করেছেন। তিনি বলেন, এটি কোনো জাদু নয়, সম্পূর্ণ নিজের সাহস আর কৌশল। অভিনব কৌশলের রপ্তকারী কামরুজ্জামান আন্দুলবাড়িয়া কাশিপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আজির বক্সের ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অভিনব কৌশল রপ্তকারী কাশিপুরের কামরুজ্জামান

আপলোড টাইম : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯

খেজুরগাছের ওপর খালি পায়ে হেঁটে হাজারো দর্শক মাতালেন
ওয়সিম রয়েল:
খেজুরগাছের ওপর খালি পায়ে হেঁটে হাজারো দর্শক মাতালেন কাশিপুরের কামরুজ্জামান নামের এক ব্যক্তি। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের জুমাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে এ কলাকৌশল দেখান তিনি। এ সময় গ্রামের শিশু, নারী-পুরুষ ও দর্শনা-হিজলগাড়ী সড়কের হাজার হাজার পথচারী তাঁর কলাকৌশল দেখার জন্য ভিড় জমান। উপভোগ করেন একটি বড় খেজুরগাছে কামরুজ্জামানের খালি পায়ে ওপরে ওঠা ও গাছের ওপরে মাঝপাতা ধরে চারপাশে ঘুরে বেড়ানো। এরপর গাছ থেকে নেমে এলে তাঁর পায়ে ও শরীরের কোনো স্থানে খেজুরের কাঁটা বিঁধেছে কিনা দেখতে ভিড় করে জনতা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তাঁর পায়ে ও শরীরের কোনো স্থানে একটি কাঁটাও ফোঁটেনি। এ ঘটনা দেখে স্থানীয়রা কেউ কেউ অভিমত ব্যক্ত করেন, কামরুজ্জামান জাদু জানেন।
এ বিষয়ে কামরুজ্জামান দৈনিক সময়ের সমীকরণ-কে জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে এ অবাস্তব কাজের প্র্যাকটিস করেছেন। তিনি বলেন, এটি কোনো জাদু নয়, সম্পূর্ণ নিজের সাহস আর কৌশল। অভিনব কৌশলের রপ্তকারী কামরুজ্জামান আন্দুলবাড়িয়া কাশিপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আজির বক্সের ছেলে।