ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / ২২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ইসলামী আন্দোলন-এর বিক্ষোভ মিছিল
সমীকরণ প্রতিবেদন:
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের নেতৃত্বে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ হাসান চত্বর থেকে মিটিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মু. তুষার ইমরান ও শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে, এ জন্য সরকারকে পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে। মোদী সরকারের জুলুম নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। লাল-সবুজের বাংলায় খুনি মোদিকে রাষ্ট্রীয় অতিথি বানিয়ে সরকার চরম ভুল সিদ্ধান্ত নিয়েছে। অনতিবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে আগামী ১৭ মার্চ যদি এ দেশে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে, তবে তার যাবতীয় দায় সরকারকেই নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন সোহেল, ডা. জিনারুল ইসলাম, শেখ পেয়ার মোহাম্মদসহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম।
মেহেরপুর:
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আব্দুল কাদের। মুফতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর, জেলা মুজাহিদ কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ইসলামী যুব আন্দোলন সদর থানার সভাপতি শামীম রেজা, গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উদোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, যুগ্ম সম্পাদক মুফতি মাহমুদুল হাসান হুমায়ন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ন কবীর, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. বদরুল আমীন ও ঝিনাইদহ জেলা সভাপতি মুহা. রাসেল উদ্দীন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি

আপলোড টাইম : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ইসলামী আন্দোলন-এর বিক্ষোভ মিছিল
সমীকরণ প্রতিবেদন:
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বন্ধের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের নেতৃত্বে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ হাসান চত্বর থেকে মিটিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মু. তুষার ইমরান ও শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে, এ জন্য সরকারকে পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে। মোদী সরকারের জুলুম নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। লাল-সবুজের বাংলায় খুনি মোদিকে রাষ্ট্রীয় অতিথি বানিয়ে সরকার চরম ভুল সিদ্ধান্ত নিয়েছে। অনতিবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে আগামী ১৭ মার্চ যদি এ দেশে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে, তবে তার যাবতীয় দায় সরকারকেই নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন সোহেল, ডা. জিনারুল ইসলাম, শেখ পেয়ার মোহাম্মদসহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম।
মেহেরপুর:
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশর সভাপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আব্দুল কাদের। মুফতি মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর, জেলা মুজাহিদ কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ইসলামী যুব আন্দোলন সদর থানার সভাপতি শামীম রেজা, গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উদোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, যুগ্ম সম্পাদক মুফতি মাহমুদুল হাসান হুমায়ন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ন কবীর, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. বদরুল আমীন ও ঝিনাইদহ জেলা সভাপতি মুহা. রাসেল উদ্দীন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, পবিত্র মসজিদে অগ্নিসংযোগ এবং নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ জানান।