ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অপহরণের ৮ দিন পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রী অপহরণের অভিযেগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বুধবার অপহরণের সঙ্গে জড়িত ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলাটি দায়ের করেছেন। ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ আগস্ট সকালে তাঁর কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁর কন্যা বাড়িতে না আসায় পরদিন তিনি থানাতে একটি জিডি করেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে তপু, মেহেদী, রনজিত কুমারসহ এক দল অপহরণকারী তাঁর কন্যাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান। থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে, অপহরণের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাধছে।
মামলার আইয়ু ও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানাতে একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ওই ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অপহরণের ৮ দিন পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

আপলোড টাইম : ০৯:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রী অপহরণের অভিযেগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বুধবার অপহরণের সঙ্গে জড়িত ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলাটি দায়ের করেছেন। ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ আগস্ট সকালে তাঁর কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁর কন্যা বাড়িতে না আসায় পরদিন তিনি থানাতে একটি জিডি করেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে তপু, মেহেদী, রনজিত কুমারসহ এক দল অপহরণকারী তাঁর কন্যাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান। থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে, অপহরণের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাধছে।
মামলার আইয়ু ও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানাতে একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ওই ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।