ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সামাজিক সচেতনতা শীর্ষক আলোচনা সভায় এসপি জাহিদ
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সামাজিক সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাওয়ারনেস আর্মি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওসমানপুর-প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাওয়ারনেস আর্মি ফাউন্ডেশনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে সমাজে মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে তা খোঁজ নিতে হবে। যদি পিতা-মাতা হয়ে আপনারা খোঁজ না রাখেন, তাহলে আপনার সন্তান বিপথে যেতে বাধ্য। তাই আজ থেকেই আপনারা বাড়ি ফিরে নিজের সন্তানের খবর নেন। আর একটা জিনিস লক্ষ্য করছি, দীর্ঘ দিন পর একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। আপনারা সচেতন হয়ে তাদের খবর গোপনে আমার ওসি, এসআই, ফাঁড়ির ইনচার্জদের কাছে অথবা আমাকে জানান, আমরা আপনার কথা গোপন রাখব। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে সমাজের বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁদের জন্যবাদ জানিয়ে ছোট করব না, শুধু বলব এঁদের মতো আপনারাও সামাজিক সচেতনতামূলক কাজ করতে এগিয়ে আসুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদের ও ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মুনতাজ আলী, সিদ্দিকুর রহমান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইনাল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. আজিম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে

আপলোড টাইম : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সামাজিক সচেতনতা শীর্ষক আলোচনা সভায় এসপি জাহিদ
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সামাজিক সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাওয়ারনেস আর্মি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওসমানপুর-প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাওয়ারনেস আর্মি ফাউন্ডেশনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে সমাজে মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে তা খোঁজ নিতে হবে। যদি পিতা-মাতা হয়ে আপনারা খোঁজ না রাখেন, তাহলে আপনার সন্তান বিপথে যেতে বাধ্য। তাই আজ থেকেই আপনারা বাড়ি ফিরে নিজের সন্তানের খবর নেন। আর একটা জিনিস লক্ষ্য করছি, দীর্ঘ দিন পর একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। আপনারা সচেতন হয়ে তাদের খবর গোপনে আমার ওসি, এসআই, ফাঁড়ির ইনচার্জদের কাছে অথবা আমাকে জানান, আমরা আপনার কথা গোপন রাখব। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে সমাজের বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁদের জন্যবাদ জানিয়ে ছোট করব না, শুধু বলব এঁদের মতো আপনারাও সামাজিক সচেতনতামূলক কাজ করতে এগিয়ে আসুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদের ও ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মুনতাজ আলী, সিদ্দিকুর রহমান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইনাল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. আজিম প্রমুখ।