ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অপরকে ঘায়েলের সংস্কৃতি থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • / ৪০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সম্পাদক পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ চুয়াডাঙ্গা’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বড় বাজারের দৈনিক পশ্চিমাঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পাদকদেরকে ঐক্যবদ্ধ থাকাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পাদক পরিষদের আহ্বায়ক সম্পাদক আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সম্পাদক সরদার আল আমিন, সদস্য সম্পাদক এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক শেখ মো. আব্দুল আজিজ ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু উপস্থিত ছিলেন।
দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাতা সম্পাদক সাইফুল ইসলাম পিনুর স্মরণে সভার শুরুতে একমিনিট নিরবতা পালন এবং শেষে প্রয়াত সকল সাংবাদিকের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সদস্য সচিব সরদার আল আমিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক আজাদ মালিতা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনের ঘটনায় স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদেরকে তেমন গুরুত্ব দেয়া হয় না। আমন্ত্রণ না জানিয়ে বিভিন্নভাবে এড়িয়ে চলা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সুরাহা করতে হবে।
সম্পাদক পরিষদের সদস্য এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক বলেন, সম্পাদকদেরকে একতাবদ্ধ থাকার এখন সময় এসেছে। সুযোগ বুঝে একে অপরকে ঘায়েলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কাউকে অনৈতিক কাজের দায়ে যদি ওই পত্রিকা ছাটাই করে দেয়, তাহলে অন্য পত্রিকায় তাকে সুযোগ দেওয়া যাবে না।’
এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অপরকে ঘায়েলের সংস্কৃতি থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়ে

আপলোড টাইম : ১২:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮

চুয়াডাঙ্গায় সম্পাদক পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ চুয়াডাঙ্গা’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বড় বাজারের দৈনিক পশ্চিমাঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পাদকদেরকে ঐক্যবদ্ধ থাকাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পাদক পরিষদের আহ্বায়ক সম্পাদক আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সম্পাদক সরদার আল আমিন, সদস্য সম্পাদক এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক শেখ মো. আব্দুল আজিজ ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টু উপস্থিত ছিলেন।
দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাতা সম্পাদক সাইফুল ইসলাম পিনুর স্মরণে সভার শুরুতে একমিনিট নিরবতা পালন এবং শেষে প্রয়াত সকল সাংবাদিকের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সদস্য সচিব সরদার আল আমিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক আজাদ মালিতা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনের ঘটনায় স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদেরকে তেমন গুরুত্ব দেয়া হয় না। আমন্ত্রণ না জানিয়ে বিভিন্নভাবে এড়িয়ে চলা হয়। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সুরাহা করতে হবে।
সম্পাদক পরিষদের সদস্য এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক বলেন, সম্পাদকদেরকে একতাবদ্ধ থাকার এখন সময় এসেছে। সুযোগ বুঝে একে অপরকে ঘায়েলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের কাউকে অনৈতিক কাজের দায়ে যদি ওই পত্রিকা ছাটাই করে দেয়, তাহলে অন্য পত্রিকায় তাকে সুযোগ দেওয়া যাবে না।’
এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।