ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অন্তিম শয়নে বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙালী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • / ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চিরনিন্দ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী ও সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী (আ.শু বাঙালী)। গতকাল বুধবার মরহুমের নিজ গ্রাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কুলচারা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কুলচারা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা পৌরসভার কুলচারা গ্রামের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী। সকাল ১০টায় তাঁর জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার হাবিবুর রহমান। এরপরে সাহিত্যানুরাগী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, বাংলাদেশ প্রগতী লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা ইউনিট, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
তাঁর জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নের্তৃবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অন্তিম শয়নে বীর মুক্তিযোদ্ধা আ.শু বাঙালী

আপলোড টাইম : ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চিরনিন্দ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী ও সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী (আ.শু বাঙালী)। গতকাল বুধবার মরহুমের নিজ গ্রাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কুলচারা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কুলচারা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা পৌরসভার কুলচারা গ্রামের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী। সকাল ১০টায় তাঁর জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার হাবিবুর রহমান। এরপরে সাহিত্যানুরাগী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, বাংলাদেশ প্রগতী লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা ইউনিট, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
তাঁর জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নের্তৃবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।