ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অন্তরের মরিচা সরানোর উপায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • / ৩৪০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: গুনাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে তার অন্তর। যে কোনো গুনাহ করার আগে প্রথমে অন্তর সায় দেয়, পরে তা বাস্তবায়িত হয়। যার অন্তর স্বচ্ছ ও পরিচ্ছন্ন তাদের দ্বারা গুনাহ কম হয়। আর যার অন্তর অপরিচ্ছিন্ন, মরিচা ধরা তাদের দ্বারা গুনাহের কাজ বেশি হয়। এজন্য আল্লাহর রাসুল (সা.) অন্তরকে মরিচামুক্ত রাখার তাগিদ দিয়েছেন। কীভাবে অন্তরকে মরিচামুক্ত রাখা যাবে এর পদ্ধতিও তিনি বলে দিয়েছেন। হাদিসে অন্তরকে মরিচামুক্ত রাখার দুটি পদ্ধতির কথা জানা যায়। একটি হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর দ্বিতীয়টি হলো বেশি বেশি কোরান তেলাওয়াত করা। যারা এই দুই কাজ বেশি বেশি করেন তাদের অন্তরে জং ধরার কোনো সুযোগ থাকে না। হাদিসে আছে, রাসুল (সা.) বলেন, ‘পানি লাগলে লোহায় যেমন মরিচা ধরে তেমনি অন্তরেও (গুনাহের কারণে) মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! অন্তরের মরিচা দূর করার উপায় কী? রাসুল (সা.) বললেন, অধিক হারে মৃত্যুর কথা স্মরণ ও কোরান তেলাওয়াত করলে অন্তরের মরিচা দূর হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অন্তরের মরিচা সরানোর উপায়

আপলোড টাইম : ১১:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯

ধর্ম ডেস্ক: গুনাহের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে তার অন্তর। যে কোনো গুনাহ করার আগে প্রথমে অন্তর সায় দেয়, পরে তা বাস্তবায়িত হয়। যার অন্তর স্বচ্ছ ও পরিচ্ছন্ন তাদের দ্বারা গুনাহ কম হয়। আর যার অন্তর অপরিচ্ছিন্ন, মরিচা ধরা তাদের দ্বারা গুনাহের কাজ বেশি হয়। এজন্য আল্লাহর রাসুল (সা.) অন্তরকে মরিচামুক্ত রাখার তাগিদ দিয়েছেন। কীভাবে অন্তরকে মরিচামুক্ত রাখা যাবে এর পদ্ধতিও তিনি বলে দিয়েছেন। হাদিসে অন্তরকে মরিচামুক্ত রাখার দুটি পদ্ধতির কথা জানা যায়। একটি হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর দ্বিতীয়টি হলো বেশি বেশি কোরান তেলাওয়াত করা। যারা এই দুই কাজ বেশি বেশি করেন তাদের অন্তরে জং ধরার কোনো সুযোগ থাকে না। হাদিসে আছে, রাসুল (সা.) বলেন, ‘পানি লাগলে লোহায় যেমন মরিচা ধরে তেমনি অন্তরেও (গুনাহের কারণে) মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! অন্তরের মরিচা দূর করার উপায় কী? রাসুল (সা.) বললেন, অধিক হারে মৃত্যুর কথা স্মরণ ও কোরান তেলাওয়াত করলে অন্তরের মরিচা দূর হয়।