ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্বান্ত মুন্সিগঞ্জের মনিরুল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
যশোর যাওয়ার পথে ঝিনাইদহে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ অর্থ খোয়ালেন মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবক। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাঁকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম মনিরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। মনিরুল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে ও মুন্সিগঞ্জ সেলিম মিঞার ইটভাটার ট্রাক্টরচালক।
জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ট্রাকের একটি যন্ত্রাংশ কিনতে যশোরের উদ্দেশে বাড়ি থেকে বের হন মনিরুল। বাসযোগে যশোর যাওয়ার পথের মধ্যে ঝিনাইদহে পৌঁছালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে ঝিনাইদহের একটি খাবারের দোকানের পাশে অজ্ঞান অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম মনিরুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ মনিরুলের পকেট তল্লাশি করে তাঁর নিকট হতে একটি মোবাইল ফোন ও তিন শ টাকা উদ্ধার করে। পরে ওই মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে মনিরুলের পরিাবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যরা ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে তাঁকে নিয়ে এসে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মনিরুল অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্বান্ত মুন্সিগঞ্জের মনিরুল

আপলোড টাইম : ১০:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
যশোর যাওয়ার পথে ঝিনাইদহে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ অর্থ খোয়ালেন মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবক। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাঁকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম মনিরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। মনিরুল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে ও মুন্সিগঞ্জ সেলিম মিঞার ইটভাটার ট্রাক্টরচালক।
জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ট্রাকের একটি যন্ত্রাংশ কিনতে যশোরের উদ্দেশে বাড়ি থেকে বের হন মনিরুল। বাসযোগে যশোর যাওয়ার পথের মধ্যে ঝিনাইদহে পৌঁছালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে ঝিনাইদহের একটি খাবারের দোকানের পাশে অজ্ঞান অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম মনিরুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ মনিরুলের পকেট তল্লাশি করে তাঁর নিকট হতে একটি মোবাইল ফোন ও তিন শ টাকা উদ্ধার করে। পরে ওই মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে মনিরুলের পরিাবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যরা ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে তাঁকে নিয়ে এসে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মনিরুল অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।