
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দামুড়হুদা মুন্সিপুর প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি হলেন সহিদুল সর্দার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন্সিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নির্বাচিত হলেন মো. শহিদুল ইসলাম সর্দার। সহ-সভাপতি নির্বাচিত হলেন একই গ্রামের আব্দুস সাত্তার। গতকাল বেলা ১০ ঘটিকার সময় মুন্সিপুর প্রাথমিক বিদ্যালয়র নির্বাচিত প্রতিনিধিগণ এই ২ জনকে নির্বাচিত করে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নব-নির্বাচিত সদস্যরা। আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, হাইবার, আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।