চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

৯ বছর পর ছয় গোল হজম ইউনাইটেডের

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ৬, ২০২০ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন
চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লীগে শুরুর তিন ম্যাচের দুটিতেই হার। তৃতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারটি বাড়িয়েছে লজ্জা। ৬-১ গোলে হেরেছে ওলে গানার সুলশারের দল। লীগে শেষবার ইউনাইটেড ৬ গোল হজম করেছিল ৯ বছর আগে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটির কাছে রেড ডেভিলরা হেরেছিল ৬-১ ব্যবধানে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লীগে একবারই ৬ গোল হজম করে ম্যানইউ। ১৯৯৬ সালে সাউদ্যাম্পটনের কাছে রেড ডেভিলরা হেরেছিল ৬-৩ ব্যবধানে। টটেনহ্যামের কোচ হিসেবে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে প্রথমবার জয় পেলেন হোসে মরিনহো। আর প্রথম জয়েই ছুঁয়েছেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে সাবেক ক্লাবের বিপক্ষে ৫ গোলের ব্যবধানে জয় পাওয়া দ্বিতীয় কোচ তিনি। ২০১৩ সালে লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স তার সাবেক ক্লাব সোয়ানসি সিটির বিপক্ষে জিতেছিলেন ৫-০ গোলে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরুটা দারুণ করেছিল ইউনাইটেড। দ্বিতীয় মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পরই এনদোমবেলের গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। প্রথমটির মতো দ্বিতীয় গোল হজমেও দায় আছে ইউনাইটেড অধিনায়ক হ্যারি মিগুয়েরের। অহেতুক ফাউলের পর হ্যারি কেইনের ফ্রি-কিক থেকে গোল করেন সন হিউং মিন। ২৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। ৩৭ মিনিটে জোড়া পূরণ করে স্কোরলাইন ৪-১ করেন সন। ইংলিশ প্রিমিয়ার লীগ যুগে প্রথমবার প্রথমার্ধে ৪ গোল হজম করল ইউনাইটেড। ৫১ মিনিটে অরিয়ের ও ৭৯ মিনিটে হ্যারি কেইনের সফল স্পটকিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। তিন ম্যাচে দুই হার ও এক জয়ে ১৬ নম্বরে ম্যানইউ। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।