৮ বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ

বিশ্ব প্রতিবেদন: নরেদ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতে সরকার গঠন করে ২০১৪-১৫ অর্থবছরে। তখন ভারতের মাথাপিছু আয় ছিল ৮৬ হাজার ৬৪৭ রুপি। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার রুপিতে, যা প্রায় দ্বিগুণ। ভারতের পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। প্রতিবেদনে বলা হয়, নমিনাল টার্মসের ক্ষেত্রে মাথাপিছু আয় প্রায় ৯৯ শতাংশ বাড়লেও রিয়াল টার্মসের ক্ষেত্রে (কনস্ট্যান্ট প্রাইস) মাথাপিছু আয় বেড়েছে ৩৫ শতাংশ। নমিনাল টার্মসে মাথাপিছু আয় দ্বিগুণের বিষয়ে প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ জয়তী ঘোষ বলেন, বর্তমান মূল্যস্ফীতির হিসাবে এই বৃদ্ধি খুব একটা বেশি নয়। সাবেক বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, এই বৃদ্ধির বেশিরভাগই জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশের কাছে জমা হয়েছে। অন্যদিকে মধ্যম আয়ের সংখ্যা কমেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে দুই টার্মের ক্ষেত্রেই মাথাপিছু আয় কমে যায়। কিন্তু ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে আয় ব্যাপকভাবে বেড়ে যায়।