৫ বছর বয়সী পর্যন্ত শিশুরা আজ ভিটামিন ‘এ’ প্লাস খাবে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান জানান, ২০ ফেব্রুয়ারি (আজ সোমবার) থেকে জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৬৫১ জন ও ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ২৯৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদানে ৮৯৬টি আউটরিচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ৩৪৪ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দোলোয়ার হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা ইপিআই সুপারেন্টেন্ড রেহেনা খাতুন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
দামুড়হুদা:
দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলাল উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক খন্দকার ময়নুদ্দীন, মুফতিলুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান ও হাসানুল আলম। সভায় জানানো হয়, আজ সোমবার উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৭১০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৭ হাজার ৩০১ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম ও উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন। বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার তৌফিকুর রহমান, এমও ডিসি আবু সাঈদ, এমটিইপি আই আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই , সহকারী পরিদর্শক সাহার আলী প্রমুখ।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুপ্রভা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এমপি ইপিআই আব্দুর রশীদের সঞ্চালনায় সভায় গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার গাংনী উপজেলায় ২১৭টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী তিন হাজার ৯৪১ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ২৮৩ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।