দামুড়হুদা ও মুজিবননগরে ৬ বিজিবি’র পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ও মুজিবননগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ বোতল মদসহ ১ কেজি গাঁজা জব্দ করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। গত শুক্রবার বেলা আনুমানিক ০২টার দিকে এ সকল মাদকদ্রব্য জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর নদীর পাড় নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। অপরদিকে, একই সময়ে আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ০১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা। আটককৃত মদ ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।