দর্শনা অফিস:
দর্শনায় কর্মহীন হয়ে পড়া ৪৩টি পরিবারের জন্য খাদ্যসহায়তা প্রদান করেছে ওয়েভ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এসব খাদ্যসামগ্রী বিতরণের জন্য দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নিকট তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, ডাল ও সাবান। খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ১ নম্বর রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধ, প্রকল্প সমন্বয়কারী কিতাব আলী, মানবসম্পদ বিভাগের হাসমত কবির, কামরুজ্জামান যুদ্ধ ও মাহাবুবুর রহমান মুকুল।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।