
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল, হাবিবুর রহমান, আব্দুস সালাম, শামসুজ্জোহা পলাশ ও জাহিদুর রহমান মুকুল।
সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ শমসের আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাছির আহমেদ, আব্দুল লতিফ, মিরাজুল ইসলাম মিরাজ, তানজির ফয়সাল, আলী আজগার সোনা, আহাদ আলী, ফজলু, এসএম সুজন প্রমুখ। সভায় আলোচকরা দামুড়হুদা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানায়।