দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক

৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

দর্শনা অফিস:
৩ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিক আরাফাত শেখকে (২৮) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাভোগ শেষে তাঁকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করে বিজিবি। আরাফাত ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার গ্রামের ইসমাইল শেখের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাইম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আফফান শেখ ২০১৯ সালে অবৈধভাবে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে বিজিবি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করে। সেই মামলায় আদালত আফাফান শেখকে ৩ মাসের কারাদণ্ড দেন। তবে তাঁর কাগজপত্রে জটিলতা থাকার কারণে তাঁকে ৩ বছর কারাগারে থাকতে হয়। কাগজপত্র ঠিক হওয়ায় গতকাল দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাইম আহম্মেদ, এসআই আবু নাঈম, দর্শনা থানার উপপরিদর্শক স্বপন কুমার সরকার, দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল।

আর ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে সহকারী ক্যাম্প কমান্ডার শ্রী মহেশ, ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাষ্টমস কর্মকর্তা সুব্রত মন্ডল, কৃষ্ণনগর থানার উপপরিদর্শক সুমন কুমার ঘোষ, কৃষ্ণগঞ্জ থানার উপপরিদর্শক রতন কুমার, মানবাধিকারকর্মী চিত্তরঞ্জ পাল।