রোকনুজ্জামান রোকন/মোজাম্মেল শিশির:
দামুড়হুদায় দুই দিনব্যাপী কৃষি তরুণ উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেহেরুণন্নেছা পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কৃষি বায়োস্কোপের উপদেষ্টা, তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার মূল সমন্বয়ক, বিশেষজ্ঞ পুল-কৃষি মন্ত্রণালয় ও কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান। এসময় ড. মো. হামিদুর রহমান বলেন, কৃষি বায়োস্কোপ ইউটিউব চ্যানেলে কৃষি কার্যক্রম দেখার পরে, বিভিন্ন জেলা থেকে দুই হাজার তরুণ শিক্ষিত যুবকেরা আবেদন করেন। পরে আমরা যাচাই-বাছাই করে ৩৩টি জেলা থেকে ৪০জন শিক্ষিত তরুণ ও যুবককে নিয়ে এ কর্মশালার আয়োজন করেছি। এই উদ্যোক্তাদের মধ্যে রয়েছে ইটালী প্রবাসী, স্কুলশিক্ষক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত, সবজি ও ফল বাগানের চাষিরা। তরুণ উদ্যোক্তারা কৃষিতে এগিয়ে আসলে ফসল উৎপাদনে কৃষি আরো বেগবান হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ডীন কৃষি অনুষদ প্রফেসর উদ্যানতত্ব ড. এমএ রহিম, জাতীয় মাশরুম উন্নয়ন ইস্টটিটিউটের উপপরিচালক নিরোদ চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান, কৃষি পরিচালক বায়েস্কোপ ও চুয়াডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। কর্মশালা শুরুর আগে সবাই বিভিন্ন মাঠের চাষ আবাদ পরিদর্শন করেন অতিথি ও উদ্যোক্তারা। পরে সন্ধ্যায় বাউলশিল্পী লতিফ শাহর লালন সংগীত পরিবেশন মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
