বিনোদন ডেস্ক:
সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক হিসেবে বারবারই আলোচনায় উঠে আসেন হিরো আলম। বিভিন্ন সময় সামাজিক কাজেও দেখা গেছে তাকে। এ বছর পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর নিজ জেলা বগুড়ার অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করছেন তিনি। এ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হিরো আলম। ইফতার সামগ্রীর মধ্যে মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী। এ ব্যাপারে গণমাধ্যমকে হিরো আলম জানান, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।