নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রভাবের পরিস্থিতিতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট ২০০ পরিবারের জন্য ২০০ প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ‘বিজ’ (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহম্মেদ উপস্থিত থেকে এ ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এ সময় ‘বিজ’ (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস) প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন ‘বিজ’ চুয়াডাঙ্গার শাখা ব্যবস্থাপক মো. লতিফুল খবির। ২০০ পরিবারের জন্য ২০০ প্যাকেটের প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ২ শ গ্রাম তেল।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।