চুয়াডাঙ্গার বুদ্ধিমানপাড়ায় গোয়েন্দা পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার মিলনকে (৪২) আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার জনৈক হাকিম খাঁনের মাঠান জমির পাশ থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গতকাল সন্ধার পর বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার শাকের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিলনকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি করে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।