ঝিনাইদহে নতুন আরও ৪১ জন শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ১৫৬২
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে সাবেক সেনা সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলে ২৭ জনের নাম। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর, হরিণাকুণ্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পাণ্টু বিশ্বাস ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক বাবলুল করিম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানান।
এদিকে, ঝিনাইদহে নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৬২ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১২টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪১টি পজিটিভ। আক্রান্তরা হলেন- সদর উপজেলায় ৩০ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাঁদপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১ হাজার ৫৬২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন।
এদিকে, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২৬ আগস্ট বুধবার মোর্শেদ বিন মাসুদ সুইট করোনায় উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। মোর্শেদ বিন মাসুদ সুইট দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন সমাজসেবা সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় সুইটের চিকিৎসার জন্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। এদিকে, মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর কবীর ৩১ জুলাই করোনা উপসর্গ নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত ৪ আগস্ট তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তাঁকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- হরিণাকুণ্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য পাণ্টু বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সাবেক সেনা সদস্য পাণ্টু বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে, করোনা রিপোর্ট পজিটিভ হলে বাবলুল করীমকে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি বাবলুল করীমের লাশ দাফন করবে বলে জানা গেছে। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি। দুই জনের লাশ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। এ নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৭ জনের লাশ দাফন করল ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।