মেহেরপুরে মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে ক্যাশবপাড়া মাঠে মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, তোজাম্মেল হকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ক্যাশবপাড়া সুপার কিংস জয়লাভ করে। খেলায় সুপার কিংস ১-০ গোলে ক্যাশবপাড়া ভাইকিংসকে পরাজিত করে। বিজয়ী দলের আলামিন জয়সূচক গোলটি করেন।
