চুয়াডাঙ্গা সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৫ স্ত্রী ও ১০৭ সন্তান নিয়ে তার সুখের সংসার

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিস্ময় প্রতিবেদন: একজন কিংবা দুইজন নয়, ১৫ স্ত্রী ও ১০৭ সন্তান নিয়ে একান্নবর্তী পরিবার। শুধু তাই নয়, স্ত্রীদের মাঝেও কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ নেই। সবাই মিলেমিশে থাকছেন। ঘটনাটি আফ্রিকার দেশ কেনিয়ার। দেশটির পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বসবাস করেন ডেভিড সাকায়ো কালুহানা ও তার পরিবার। নিজেকে রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন তিনি, যার কিনা ৭০০ স্ত্রী ও ৩০০ উপপত্মী ছিল। তাই ১৫টি স্ত্রীর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না ডেভিড। ভবিষ্যতে আরো বিয়ে করতে চান। তার ভাষায়, ‘আমি কিং সলোমন। আমার মতো বুদ্ধিমত্তার মানুষকে কোনো একা নারী পরিচালনা করতে পারবে না। এজন্য আমি অনেক বিয়ে করেছি। কারণ একজন নারী আমার জন্য যথেষ্ট নয়।’ ডেভিড দাবি করেন, তার আইকিউ একজন নারী বুঝতে সক্ষম নয়। এছাড়া তার যা আছে তাতেই তার স্ত্রী ও সন্তানরা সন্তুষ্ট। ডেভিড বলেন, ‘যদি আমার ২০টি স্ত্রীও হয় তবুও কোনো সমস্যা হবে না।’ এছাড়া তার বর্তমান স্ত্রীদের খুব দক্ষতার সঙ্গেই নিয়ন্ত্রণ করেন ডেভিড। এজন্য তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় না। তার স্ত্রীদের একজন জেসিকা। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। তার ভাষায়, ‘নতুন কোনো নারীকে তিনি স্ত্রী হিসেবে নিয়ে আসলেও আমার ঈর্ষা কাজ করে না। তিনি খুবই দায়িত্ববান পুরুষ। যখন যা করেন খুব ভেবেচিন্তেই করেন।’ অপর স্ত্রী রোজ। ডেভিডের ১৫ সন্তানের মা তিনি। তার দাবি, ‘আমরা খুবই ভালো জীবনযাপন করছি। পরস্পরকে আমরা খুবই ভালোবাসি। শুরুতে আমাদের মধ্যে হিংসা কাজ করত কিন্তু এখন আমরা বিষয়টিতে অভ্যস্ত হয়ে পড়েছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।