১৩ জনের জরিমানা, একজনের জেল

চুয়াডাঙ্গার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(১) ধারায় ১১টি মামলায় ১১ জনকে সর্বমোট ৬ হাজার ৪ শ টাকা এবং হেলমেট পরিধান না করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ২টি মামলায় ২ জনকে সর্বমোট ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান। পরে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে দৌলাতদিয়াড় চুনুরিপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন গ্রহণ করার অপরাধে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আমির আলীর ছেলে আব্দুল হালিমকে (৪৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৬ ধরার ৯ (১) (গ) উপ-ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী এবং চুয়াডাঙ্গা সদর থানার একটি পুলিশের চৌকস টিম।