
বিনোদন প্রতিবেদন:
ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে বলিউড নির্মাতা হংসল মেহতা নির্মান করেছেন হিন্দি সিনেমা ‘ফারাজ’। গতকাল শুক্রবার ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়। বলিউড নির্মাতা অনুভব সিনহা ‘ফারাজ’ সিনেমার প্রযোজক। তিনি বলেন, ‘এটি একটি বিশেষ সিনেমা, আমরা চাই ভারতজুড়ে যত বেশি সম্ভব মানুষ সিনেমাটি দেখুক।’ ‘ফারাজ’ সিনেমাটি অনুভব ছাড়াও প্রযোজনা করেছেন ভূষণ কুমার, সাক্ষী ভাট প্রমুখ। কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরকে দেখা যাবে ফারাজ হোসেনের চরিত্রে। অন্যদিকে পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। অর্থাৎ দুই অভিনেতাই নতুন। ‘ফারাজ’ ছবির অন্যান্য চরিত্রে আছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানিসহ আরও অনেকে।