বিনোদন ডেস্ক: ভালো করে জ্বলে উঠেনি বলিউড অভিনেতা সালমানের ‘টিউবলাইট’। গুঞ্জন উঠেছিল ৫১ বছর বয়সী এ ব্যাচেলর কি ফুরিয়ে গেলেন! বছর শেষে এসে বলিউড ভাইজান তার জবাব দিলেন সিনেমার ভাষাতেই। মুক্তি পাওয়ার পর তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’। সালমানের এই সাফল্যে ভক্তরাও অনেক খুশি। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ছবিটির প্রথম দিনের আয় ৩৪.১০ কোটি টাকা। দ্বিতীয় দিন ৩৫.৩০ কোটি এবং তৃতীয় দিন ৪৫.৫৩ কোটি টাকা আয় করে তিন দিনে মোট ১১৪.৯৩ কোটি টাকা ঘরে তুলেছে। উল্লেখ্য, ২০১২-এর ব্যবসা সফল ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিটির চিত্রনাট্য ২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।