– এম এ মামুন
মরণব্যাধী হয়রে যদি
কঠিন জীবন তার।
মরলে পরে আপনজনে
হয়রে পগার পার।
শোনে যদি করোনাতে
ধরছে-রে ভাই তোর
দূরে দূরে থাকবে সবাই
দেখবি চোখে ঘোর।
কোথায় স্ত্রী-পুত্র কন্যা
দেখবে না তো ছুঁয়ে,
অন্যজনে কবর দেবেন
থাকবি দূরে শুয়ে।
খবর: (চুয়াডাঙ্গা ক্রমেই করোনার সংক্রমণ বাড়ছে)