
বিনোদন ডেস্ক: মার্কিন মুলুকে গিয়েও ছবির প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন কঙ্গনা রানাউত। হনসল মেটার আগামী ছবি ‘সিমরন’-এ কঙ্গনাকে দেখা যাবে হোটেলে কাজ করতে। একজন হোটেল হাউজ কিপিংয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। আর এ কারণেই মার্কিন মুলুকে গিয়েও ছবির প্রস্তুতি চলছে এ অভিনেত্রীর। এখন আটলান্টার যে হোটেলে আছেন নায়িকা, সেখানকার কর্মচারীদের থেকে জেনে নিচ্ছেন কাজের খুঁটিনাটি। হাতেকলমে রুম সার্ভিসের কাজ শিখছেন তিনি। হোটেলের বিছানার চাদর কাচা থেকে ঘর পরিষ্কারসহ সবই করছেন। মোদ্দা কথা একজন হাউজ কিপার যা যা করে থাকেন তার সবই এখন করছেন এ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। ‘সিমরন’ এক প্রবাসী গুজরাটি মেয়ের গল্প, যে উচ্চাকাক্সক্ষী হতে গিয়ে শেষমেশ পৌঁছে যায় অপরাধ জগতে। সেপ্টেম্বরের শেষেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ততদিনে নিজেকে তৈরি করে নিচ্ছেন কঙ্গনা। এ বিষয়ে তিনি বলেন, এখন যে হোটেলে আছি সেখানে হাউজ কিপিংয়ের সব কিছুই শিখছি। এখানকার হাউজ কিপিংয়ের প্রধান আমাকে সব শিখাচ্ছেন। এটা ‘সিমরন’ ছবিতে কাজে লাগবে আমার। তবে সত্যি বলতে নতুন এ বিষয় শিখতে অনেক বেশি ভালো লাগছে।