
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় হেঁশেল ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ফিতে কেটে হেঁশেল ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় মনোরম পরিবেশে রেস্টুরেন্ট স্থাপনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সদস্য মিরাজ রায়হান প্রমুখ।