বিনোদন ডেস্ক:
দর্শকনন্দিত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জায়েদ খান আরও জানান, হাসপাতালে ভর্তি হয়ার পর সুজাতা ম্যাডামকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। টানা দুইদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি। অভিনেত্রী সুজাতা ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।