
হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা হিজলগাড়ী স্কুল মাঠে গতকাল বিকাল ৪ টায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে জঁমকালো ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে বিবাহিত একাদশ ২-০ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশকে পরাজিত করে। বিবাহিত দলের পক্ষে মোঃ নুহু ও বক্কর একটি করে গোল করে। ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন ডাঃ মোঃ রহিদুল ইসলাম, আর সার্বিক সহযোগিতা করেন- শাহিন আহম্মেদ, মমিনুল ইসলাম, নয়ন, রানা, রফিক, বাবলু এবং সাব্বির মাষ্টার।