প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী নলবিলা গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত পরশু সোমবার রাত আনুমানিক ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজার সংলগ্ন নলবিলা গ্রামের ইছানুরের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির ছাত্র তাজমুলকে ঘুমন্ত অবস্থায় পায়ে বিষধর সাপে কামড় দেয়। পরে তার চিৎকার চেচামেচিতে বাড়ীর লোকজনের ঘুম ভেঙে গেলে তাকে দ্রুত গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে ঝাঁড় ফুঁ করার পর অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল আসরের নামাজের পর তাকে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।