হিজলগাড়ী ছোটশলুয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশু মারাত্মক যখম

IMG_20160907_135816হিজলগাড়ী প্রতিনিধি: দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে যখম হয়েছে  ছোটশলুয়া গ্রামের শিশু আলিয়া। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর  ১ টার দিকে। প্রত্যক্ষদশীরা জানায়, চুয়াডাঙ্গা সদর তিতুদহ ইউনিয়নে ছোটশলুয়ার পশ্চিমপাড়ার জুহুরুলের মেয়ে আলিয় া(৪), পাড়ার ছেলে-মেয়েদের সাথে খেলা খেলে বাড়ী ফেরার সময় রাস্তা পাড় হচ্ছিল, এমন সময় বিপরীত থেকে আসা মোটরসাইকেল শিশু আলিয়াকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় শিশু আলিয়া সড়কের উপর আছার খেয়ে পড়ে। এতে তার  হাটু ও মাথার এক পাশে থেথঁলে যায় এবং প্রচন্ড রক্ত ঝরতে থাকে। পথচারী তাকে উদ্বার করে দ্রুত চিকিৎসকের নিকট নেয়।