চুয়াডাঙ্গা সোমবার , ২৫ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হিজলগাড়ী ক্যাম্প পুলিশের অভিযানে চিহ্নিত চোর বাপ্পী আটক

নিউজ রুমঃ
অক্টোবর ২৫, ২০২১ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা থানার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের হাতে জেলার চিহ্নিত চোর আটক হয়েছে। আটকের পর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গত শনিবার দিনগত রাত ২টার দিকে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই সবেদ আলী ফোর্স নিয়ে নেহালপুর পশ্চিমপাড়ায় রাত্রীকালীন টহল দিচ্ছিলেন। এসময় রাস্তায় পুলিশ দেখে একজন দৌঁড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে এত রাতে রাস্তায় কী ও পুলিশ দেখে দৌঁড় দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বিভ্রান্তমূলক কথাবার্তা বললে পুলিশ তাকে ক্যাম্পে নিয়ে আসে।
আটকের সময় তার কাছে আলমসাধুর ইঞ্জিন স্ট্যার্ট দেওয়ার হ্যান্ডেল পাওয়া যায়। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে আটককৃত ব্যক্তির নাম বাপ্পী (২২)। সে চুয়াডাঙ্গা জেলার একজন চিহ্নিত মোবাইল চোর। এর আগে সে চুয়াডাঙ্গা থেকে একটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করে জেলহাজতে যায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। পরে তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃত চোর বাপ্পী দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের পশ্চিমপাড়ার রেজাউলের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।