
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে দুটি ওষুধ ফার্মেসি, হোটেল ও মোটরসাইকেল চালককে জরিমান করা হয়। গতকাল সোমবার বিকেল চারটায় হিজলগাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, হিজলগাড়ী বাজারের মেসার্স খালিদ ফার্মেসিতে ভারতীয় ওষুধ বিক্রির অভিযোগে ১ হাজার টাকা, একই বাজারের সাব্বির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা, আক্তার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৫ শ টাকা, সাদিয়া হোটেলকে একই অভিযোগে ৫শ টাকা এবং তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে এক মোটরসাইকেল চালককে ৫ শ টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুব ও হিজলগাড়ী ক্যাম্প পুলিশের একটি দল।