
প্রতিবেদক, হাসাদাহ:
আগামী ১৬ মার্চ জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন নিবার্চনে ৮জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আবেদন পত্র প্রদান করেন।
হাসাদাহ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জালাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম নান্নুসহ ইফপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীগণ। সভা শেষে হাসাদাহ আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসাবে আবেদন করেন বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, হবি বিশ^াস, জসিম উদ্দীন জালাল, আব্দুল খালেক মাস্টার, সহোরাপ বিশ^াস, বাবলু আক্তার, মাহবুব বিশ^াস ও অ্যাড শাহিন রেজা।