সমীকরণ প্রতিবেদক:
জীবননগর উপজেলার হাসাদাহে ৯৪ পিস ইয়াবাসহ আব্দুস ছাত্তার (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক আব্দুস দর্শনা থানার রাঙ্গিয়াপোতার গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে আটক করে ঝিনাইদহ সিপিসি-২, র্যাব-৬। জানা যায়, ঝিনাইদহ সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নের্তৃত্বে জীবননগর থানাধীন হাসাদাহ বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাসাদাহ বাজারস্থ রোজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে আব্দুস ছাত্তার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটক আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।