হামলার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি

হাসাদহ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসরাইলের সংবাদ সম্মেলন

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাইল হুসাইন ও তার ছেলের ওপর হামলার সুষ্ঠু বিচার ও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব দাবি জানান।

মো. ইসরাইল হুসাইন লিখিত বক্তব্যে বলেন, ‘আমি হাসাদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। গত বুধবার সন্ধ্যায় আমার নির্বাচনী এলাকা মাধবপুর গ্রামে জনসংযোগ শেষে হাসাদাহ বাজারে পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী মো. রবিউল ইসলামের ভাড়া করা সন্ত্রাসী সাগর আলী (৩০) ও মো. আলামিনের (২৮) নেতৃত্বে অজ্ঞাত ৮-১০ জন আমিসহ আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। আমাকে ও ছেলে মো. আবু নাহিদকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় জনগণ আমাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। আমার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে।

চিকিৎসা গ্রহণ শেষে আমরা জীবননগর থানায় অভিযোগ করেছি। রিটার্নিং কর্মকর্তাকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তারা প্রতিনিয়ত আমার প্রচার মাইক কেড়ে নিয়ে ভাঙচুর করছে। এছাড়া ক্ষমতাসীন দলীয় প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাদের কর্মী-সমর্থকদের অব্যাহতভাবে মিথ্যা মামলাসহ নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

এমতাবস্থায়, আমি, আমার পরিবারের সদস্য ও কর্মী সমর্থকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ওপর হামলার সুষ্ঠু বিচারের ব্যবস্থা, নিরাপত্তা প্রদান ও নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকল্পে আপনাদের মাধ্যমে আশু পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।’