হাসাদহ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
- / ৩৩১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর হাসাদহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসাদহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে হাসাদহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক জুম্মত মন্ডলের সভাপতিত্বে হাসাদহ ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, পারকৃষ্ণ-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবি বিশ্বেস, সাধারন সম্পাদক জসিম উদ্দিন জালাল, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খাঁন, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. মালেক মোল্লা, যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, জুয়েল, মজিবার রহমান, নাজমুল, এমপি সহোদর আলী মুনসুর বাবু, জীবননগর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াসিম রাজা, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিকসহ বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিরা। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জীবননগর থানা যুবলীগের আহবায়ক আ. সালাম ঈশা । উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা আ.ফ.ম. সালাউদ্দিন।