চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হাসাদহ-আন্দুলবাড়ীয়া-গড়াইটুপি-সরোজগঞ্জ ভায়া চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল শুরু

নিউজ রুমঃ
জুলাই ২১, ২০২২ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম মামুন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ-আন্দুলবাড়ীয়া-গড়াইটুপি, ভায়া-সরোজগঞ্জ-চুয়াডাঙ্গা রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। গত সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ রুটে বাস চলাচলের শুভ সূচনা হয়। এছাড়াও দীর্ঘদিন যাবত দর্শনা-জীবননগর-সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া ভায়া ঢাকা রুটে সরাসরি ঢাকাগামী দিবা-রাত্রীকালীন শীততপ নিয়ন্ত্রিত এসি ও নন-এসি পূর্বাশা পরিবহন চলাচল করে আসছেন। যার ফলে এলাকার মানুষ সড়ক পথে দ্রুত যাতাযাতে সুযোগ-সুবিধা ভোগ করছেন। হাসাদহ-আন্দুবাড়ীয়া রুটে প্রথম সরাসরি বাস চলাচল হওয়ায় সচেতন এলাকাবাসী জেলা বাস, ট্রাক সড়ক, পরিবহন ও মালিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।