হারে শুরু ইউনাইটেডের, টানা দ্বিতীয় জয় আর্সেনালের

খেলাধুলা প্রতিবেদন
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষের পারফরমেন্সে আশা জেগেছিল সমর্থকদের। তিনে থেকে লীগ শেষ করায় সমর্থকরা নতুন মৌসুমে স্বপ্ন দেখেছিলেন আরো বড় কিছুর। তবে শুরুটা ভালো হলো না রেড ডেভিলদের। ইংলিশ প্রিাময়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ওলে গানার সুলশারের দল। অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লীগে সবচেয়ে বেশিবার (১৯) জয়ে শুরু করার রেকর্ডটা ইউনাইটেডের। শনিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্যাফোর্ডে ধারহীন ফুটবলে ক্রিস্টাল প্যালেসের কাছে জুটেছে হার। সপ্তম মিনিটেই লিড নেয় প্যালেস। অ্যান্ড্রোস টাউন্ডসেন্ড এগিয়ে দেন সফরকারীদের। ৬৬তম মিনিটে সফল স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আইভরিকোস্ট স্ট্রাইকার উইলফ্রেড জাহা। ৬৭ মিনিটে পল পগবার হয়ে বদলি হিসেবে মাঠে নামেন ভ্যান ডি বিক। আয়াক্স থেকে সদ্য ইউনাইটেডে যোগ দেয়া এই ডাচ মিডফিল্ডার অভিষেকেই আলো ছড়ালেন। ৮০ তম মিনিটে ডিবক্সে জটলার মধ্যে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ডি বিক। ৮৫ মিনিটে ইউনাইটেড ডিফেন্ডারদের বাঁধা এড়িয়ে স্কোরলাইন ৩-১ করেন জাহা। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পয়েন্ট খোয়াতে বসেছিল আর্সেনাল। ২৫তম মিনিটে লাকাজেত এগিয়ে দেন গানারদের। প্রথমার্ধের শেষ দিকে আন্তোনিওর গোলে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ায় মিকেল আর্তেতার দল। ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন এনকেটিয়া।