হামলার ইতি টানো

– এম এ মামুন
দলের ভেতর দলবাজিতে
শহরে হয় ত্রাস।
দুই গ্রুপের মারামারি
জখমের হাসফাস।

হকিস্টিক আর রামদা টাঙির
নিত্য মহড়াতে,
প্রতিদিনই হচ্ছে জখম
দিনে এবং রাতে।

এমনভাবে চললে পরে
খুন হবে কেউ মানো?
তার চেয়ে ভালো সবাই মিলে
হামলার ইতি টানো।

খবর: (শহরে পাল্টাপাল্টি হামলা আহত ২)