নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় ইটের দেওয়াল কাটার কাজে ব্যবহৃত গ্রান্ডিং মেশিনে রিয়াদ হোসেন (১৬) নামের এক কিশোর গুরুতর জখম হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে দ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। গুরুতর জখম কিশোর দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের উত্তরপাড়ার জিয়ারুল হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় ইব্রাহিমপুর গ্রামের মসজিদপাড়ার টনির বাড়িতে ইলেকট্রিক কাজ করছিল রিয়াদ। গ্রান্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটার সময় চলন্ত গ্রান্ডিং মেশিনটি হাত থেকে ফসকে রিয়াদের বাম পায়ের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। এসময় রিয়াদের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, গ্রান্ডিং মেশিনের ব্লেডে রিয়াদের বাম পায়ে তিনটি গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
