হাতিকাটায় তুচ্ছ ঘটনায় একজনকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা খেয়াঘাট পাড়ায় ছোট ভাই ছাগল মেরেছে শুনে, বড় ভাই মিলনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার গোমচোর হিসেবে পরিচিত গোলজারের বিরুদ্ধে। এ ঘটনায় আহত মিলন হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মিলন একই এলাকার মৃত মিরাজুল ইসলামের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিকাটা খেয়াঘাট-পাড়ায় আহত মিলনের ছোট ভাই শিলনের বাড়ির সামনে এ ঘটনা ঘেটে।
আহত মিলন অভিযোগ করে বলেন, রোববার দুপুরের দিকে ছোট ভাই শিলনের ছাগল শিলনের ভুড়োর খেত খায়। এতে শিলন তাঁর ছাগলকেই মারধর করেন। তবে কে বা কারা গোলজারের কাছে বলেন তাঁর ছাগলকে শিলন মারধর করেছে। এ ঘটনায় গোলজার ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে শিলনের বাড়িতে যান। ওই সময় শিলনের বড় ভাই মিলন বাড়ির সামনে লোকজন দেখে থামেন। এ সময় গোলজার ও তাঁর লোকজন শিলনের বাড়ি থেকে বেরিয়ে মিলনকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় আহত মিলন বাদী হয়ে গোলজারসহ আরও কয়েকজনের নামে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আহত মিলন আরও অভিযোগ করেন, হাতিকাটা খোয়াঘাট পাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে এই গোলজার একজন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে এলাকার ভেতর প্রতাপের সঙ্গে চলাফেরা করেন। গোলজার কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি গ্যাং তৈরি করেছেন। ত্চ্ছু ঘটনায় যাকে-তাকে মারধর করা তাঁর অভ্যাস হয়ে গেছে। তিনি আরও বলেন, বেশ কিছু দিন আগে জ্যোতি মিল থেকে অর্জূন বাবুর গোম চুরি মামলার আসামি গোলজার। থানাতেও রয়েছে তাঁর নামে কয়েকটি অভিযোগ।