হাউলীতে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন’ এই স্লোগানে দামুড়হুদা উপজেলার হাউলীতে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় উপজেলার ইউনিয়নে লোকনাথপুর বাজারে এই উঠান বৈঠকের আয়োজন করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মারজান আল মোনায়েমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন এসআই শেখর চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউপি সদস্য রিকাত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক ওবায়দুর রহমান, সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে অতিথিরা বাল্যবিবাহ, চুরি, ইভটিজিং, মাদক, মেয়ে-ছেলের প্রেমঘটিত পলায়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, একে অপরের প্রতি সম্মান ও স্নেহ প্রদর্শন বিষয়ে আলোচনা করে। এছাড়াও জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ, বিট অফিসার ও থানা পুলিশকে যেকোনো সময়ে যেকোন সমস্যায় অবহিত করার জন্য বলা হয়।