হাউলি ও নেহালপুরে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ও দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক ভেন্যুতে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতিকের মনোনয় প্রত্যাশী আলহাজ¦ মো. সাদিকুর রহমান বকুল। এছাড়াও খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মুক্তার হোসেন মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হামিম, সহ-সাংগঠনিক এম এ পলাশ, প্রচার ও প্রকাশনা রাশেদুল ইসলাম পাপেল, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আবু তালেব, সদস্য জুবাইল মোল্লা শান্ত, হাউলি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক নাজেদুল ইসলামসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উক্ত খেলায় ২টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে প্রথমে হাউলি ইউনিয়নের ৬নং ওয়ার্ড লোকনাথপুর বনাম ৭নং ওয়ার্ড গোবিন্দপুর কাদিপুর রুদ্রনগর। এ খেলায় ট্রাইবেকারে লোকনাথপুরকে হারিয়ে ৭নং ওয়ার্ড ০-১ গোলে জয়লাভ করে। চুয়াডাঙ্গার সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নে ৬নং কেষ্টপুর বলাম ৯নং কোটালী অংশগ্রহণ করে। এ খেলায় ট্রাইবেকারে ৯নং কোটালীকে হারিয়ে কেষ্টপুর ০-১ গোলে জয়লাভ করে।
উল্লেখ্য, আজ জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়াতে চলমান এ খেলার উদ্বোধন হওয়ার পাশাপাশি ফাইনাল খেলা হবে জীবননগর উপজেলার উথলীতে। এছাড়াও হাউলি ইউনিয়ন ও নবগঠিত নেহালপুর ইউনিয়নে চলবে এ খেলা।