বিশ্ব প্রতিবেদন:
প্রেসিডেন্ট জোভেনিল মোইসি হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা না পেরুতেই হাইতির প্রধানমন্ত্রীর পদ দাবি করেছেন দুজন। এদের এক জন অন্তর্বতী প্রধামন্ত্রী ক্লদ জোসেফ এবং অপরজন হচ্ছেন, প্রধানমন্ত্রী পদে মোইসির নিয়োগ দেওয়া এরিয়েল হেনরি। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারা এ দাবি করেছেন। বুধবার অজ্ঞাত হামলাকারীরা ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে প্রেসিডেন্ট মোইসিকে হত্যা করে। এসময় গুরুতর আহত হয়েছেন মোইসির স্ত্রী। চলতি সপ্তাহেই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে এরিয়েল হেনরিকে নিয়োগ দিয়েছিলেন। তবে মুইসি নিহত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি হেনরি। অন্তর্বতী প্রধামন্ত্রী ক্লদ জোসেফ নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনিই এখন সরকারের দায়িত্বে। হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি কখনোই দায়িত্ব বুঝে নেননি। পরে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমিই প্রধানমন্ত্রী ছিলাম, দপ্তরে ছিলাম। এটাই আইন ও সংবিধানে বলা হয়েছে।’ তবে এপিকে দেওয়া সাক্ষাৎকারে পাল্টা নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন হেনরি। তিনি বলেছেন, ‘এটা ব্যতিক্রমী পরিস্থিতি। কিছুটা সংশয় রয়েছে। তবে আমিই দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী।’