প্রতিবেদক, হলিধানী:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় হলিধানী কাঁচা বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান উজ্জল।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহাদুর রহমান খোকন, সদস্যসচিব রানা হামিদ, হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল হাশেম, সাধারণ সম্পাদক আজিজ মাস্টার ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান।
হলিধানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম শলকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি। সম্মেলন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে হলিধানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন মো. শাহ আলম শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত মো. রোকনুজ্জামান রানা।
