জাহিদুল হক বাবু, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পলিথিনে পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ধ্বংস করা হয় ব্যবহার নিষিদ্ধ পলিথিন। এ সময় হলিধানী ভূমি অফিসের নায়েব জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।