
সমীকরন প্রতিবেদকঃ
দামুড়হুদার হরিশ্চন্দ্রপুর গ্রামে একটি গোয়াল ঘরের মশার কয়েল থেকে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাড়ির প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত ২ টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর নতুন গ্রামের পূর্বপাড়ার বাবুর আলির বাড়িতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে রাত ২ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে পাশের বাড়ির লোকজন বাড়ির মালিককে ডাক দিলে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় গোয়াল ঘরের পাশের টিনের ঘরের চালায় আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে চারিদিকে চিৎকার-চেচামেচি শুরু হয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। সংবাদ পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন তবে তিনারা আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বাড়ির মালিক বলেন, ঘরে রাখা নগদ ২০ হাজার টাকাসহ টিনের চালা, বাক্সের ভিতরের থাকা পুরনো আমলের ১৫/২০ নঁকশী কাঁথা, হাঁস-মুরগি, চাল-ডালসহ ঘরের সমদুয় আসবাবপত্র পুড়ে গেছে। এতে তাদের প্রায় ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দামুড়হুদা উপেজলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসানা মিতা। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহযোগী করেন। এছাড়াও তিনি পরিবারটিকে প্রয়োজনীয় আরো সহযোগী করার আশ্বাস দেন। এসময় উপস্থিতি ছিলেন কড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আমরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ঝন্টুসহ গ্রামের গন্যমান্ন্য ব্যাক্তিবর্গ।